প্রকাশ : ২৪ মে ২০২২, ১০:১৩
সাবমেরিন নিয়ে যে ইচ্ছার কথা বললেন এরদোগান
সম্প্রতি গোলকুক শিপইয়ার্ডে হিজির রেইস নামে নিজেদের তৈরি একটি সাবমেরিন উদ্বোধন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান। এছাড়া সেলমান রেইস নামে আরেকটি সাবমেরিন তৈরির কাজ উদ্বোধন করেন তিনি।
গোলকুক শিপইয়ার্ডে প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, প্রতি বছর একটি করে সাবমেরিন তৈরি করতে চান তিনি। তার ইচ্ছা ২০২৭ সালের মধ্যে তুরস্ক নিজে ৬টি সাবমেরিন তৈরি করবে। যা তাদের নৌ বাহিনীকে আরও শক্তিশালী করবে।
এ ব্যাপারে এরদোগান বলেছেন, এ বছর থেকে শুরু করে আমরা প্রতিবছর একটি করে সাবমেরিন তৈরি করব। ২০২৭ সালের মধ্যে ৬টি নতুন সাবমেরিন আমাদের নৌ বাহিনীতে সংযুক্ত করব।
তুরস্কের তৈরি সাবমেরিন নিয়ে প্রেসিডেন্ট এরদোগান বলেন, আমাদের সাবমেরিন যেটি পানির নিজে ১ হাজার ৮৫৬ টন ওজন। ভাসমান অবস্থায় ২ হাজার ৪২ টন, এটি পানির ৩০০ মিটার গভীর পর্যন্ত যেতে পারে।
তিনি আরও বলেন, আমাদের সাবমেরিন তিনদিন পানির নিচে থাকতে পারে। ১২ সপ্তাহের আগে কোনো নতুন রশদ পাঠানো ছাড়াই চলতে পারবে। সাবমেরিনগুলো পানির নিচে, স্থলে আঘাত হানার মতো অস্ত্রে সজ্জিত।
সাবমেরিন নিয়ে এরদোগান আরও বলেন, এগুলো টর্পেডো, মিসাইল এবং মাইন ছুড়তে সক্ষম।
সূত্র: ডেইলি সাবাহ