প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ২২:২২
ব্রাজিলের আমাজনে উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ১৪
অনলাইন ডেস্ক
ব্রাজিলের আমাজন রাজ্যে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৪ জনের প্রাণহানি ঘটেছে। রাজ্যের রাজধানী মানাউস থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরের বার্সেলস প্রদেশে স্থানীয় সময় শনিবার এ ঘটনা ঘটে। খবর: রয়টার্স’র
আমাজনের গভর্নর উইলসন লিমা এক্স (টুইটার) পোস্টে বলেছেন, ‘শনিবার বার্সেলসে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১২ যাত্রী ও দুজন ক্রু নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করছি।’
এয়ারলাইন কোম্পানি ‘দ্য মানাউস অ্যারোট্যাক্সি’ উড়োজাহাজ বিধ্বস্তের তথ্য নিশ্চিত করলেও এ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
উড়োজাহাজটিতে যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন বলে ব্রাজিলের সংবাদমাধ্যমের কয়েকটিতে বলা হয়েছে। তবে রয়টার্স এ তথ্য যাচাই করতে পারেনি।