প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৮
ইসরাইলে হামলার জন্য হাইপারসনিক মিসাইল বানাচ্ছে ইরান
ইসরাইলি হামলার জবাব দিতে দেশটিতে ভয়াবহ হামলার জন্য দূর পাল্লার নতুন হাইপারসনিক মিসাইল বানানোর ঘোষণা দিয়েছে ইরান।
ইরানের এলিট ফোর্স হিসেবে পরিচিত আইআরজিসি নিজস্ব প্রযুক্তিতে ২০০০ কিলোমিটার পাল্লার এ নতুন হাইপারসনিক মিসাইল বানানোর পরিকল্পনার কথা জানিয়েছে। খবর তাসনিমের।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিমকে দেয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নিলফোরোশান এ তথ্য জানান।
তিনি জানান, ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে এ প্রকল্প হাতে নিয়েছে আইআরজিসি।
ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নিলফোরোশান আরও জানান, দিন দিন ইরানের জন্য বড় ধরনের হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে ইসরাইল।এ কারণে ইরান তাদের মিসাইলের পাল্লা বাড়াচ্ছে, যাতে অনায়াসেই ইসরাইলে হামলা করা যায়।
এর আগে ১৪০০ কিলোমিটার পাল্লার মিসাইল তৈরি করেছিল ইরান। এবার ফাতাহ নামের ওই হাইপাসনিক মিসাইলটির পাল্লা বাড়িয়ে ২০০০ করবে বলে ঘোষণা দিল ইরান।