প্রকাশ : ২৩ মে ২০২২, ১৬:৩৭
ইউক্রেনের পূর্বাঞ্চলে প্রতিদিন শ’খানেক যোদ্ধা প্রাণ হারাচ্ছে : জেলেনস্কি
রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলে প্রতিদিন সম্ভবত ৫০ থেকে ১০০ যোদ্ধা প্রাণ হারাচ্ছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সম্প্রতি এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, দেশটির পূর্বাঞ্চল রক্ষায় আমাদের প্রতিদিন প্রায় শ’খানেক যোদ্ধাকে হারাতে হচ্ছে।
জেলেনস্কি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। তবে তার এই মন্তব্যে বোঝা যাচ্ছে যে কী পরিমাণ সৈন্য মারা যাচ্ছে এবং পূর্বাঞ্চলে যুদ্ধের ভয়াবহতা কেমন।
সোমবার সকালে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে যে, ‘রাশিয়া পূর্বাঞ্চলের শহর সিয়েভিয়েরোদোনেৎস্ক দখলের চেষ্টা করছে। সেখানে তুমুল লড়াই চলছে। রুশ বাহিনী ইউক্রেনীয় যোদ্ধাদের প্রতিরক্ষা লাইন ভাঙার চেষ্টা করছে এবং লুহানস্ক অঞ্চলের প্রশাসনিক সীমান্তে পৌঁছে গেছে। ‘রুশ বাহিনী যুদ্ধবিমান, কামান, ট্যাংক, রকেট, মর্টার ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বেসামরিক বিভিন্ন স্থাপনা ও আবাসিক এলাকায় হামলা চালাচ্ছে বলে ইউক্রেনীয় বাহিনীর ভাষ্য।
রুশ সৈন্যরা যুদ্ধের শুরু থেকেই যুদ্ধাপরাধ করছে বলে অভিযোগ ইউক্রেনের।
এখন পর্যন্ত ইউক্রেন আনুষ্ঠানিকভাবে নিহত সৈন্য সংখ্যা প্রকাশ করেনি।
তবে গত ১৬ এপ্রিল জেলেনস্কি বলেছিলেন যে যুদ্ধে তাদের ২৫০০ থেকে তিন হাজার সৈন্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১০ হাজারের মতো।
সূত্র: বিবিসি