প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১৬:১৩
২০৫ কি.মি বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন সাওলা
চীনের দক্ষিণ উপকূলের দিকে ধেয়ে আসছে প্রলয়ংকরী সুপার টাইফুন সাওলা। এর গতিবেগ ঘণ্টায় রেকর্ড করা হয়েছে ২০৫ কিলোমিটারের বেশি।
প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের প্রকোপ থেকে বাঁচতে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের সব ফ্লাইট ও স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
এছাড়া স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান এবং পুঁজিবাজার বন্ধ করে দেয়া হয়েছে। চীনের ফুজিয়ান প্রদেশের লক্ষাধিক বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। সাওলার বাতাসের গতিবেগ ঘণ্টায় ২০৫ কিলোমিটার ছাড়িয়ে যাবে। খবর: আল জাজিরা।
চীনের কর্মকর্তারা বলেছেন, ঝড়টি এই প্রদেশে আঘাত করা, সবচেয়ে শক্তিশালী পাঁচটি ঝড়ের মধ্যে একটি হতে পারে।
চীনের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, গুয়াংডং প্রদেশের প্রায় ৮৫ হাজার মাছ ধরার জাহাজ বন্দরে ফিরে গেছে। আর, ৮২টি উপকূলীয় রিসোর্ট সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।
হংকংয়ের আবহাওয়া দপ্তর জানিয়েছে, দিনের আবহাওয়া দ্রুত অবনতি হবে। নিচু উপকূলীয় এলাকায় মারাত্মক বন্যার সম্ভাবনা ও সতর্কতা জারি করা হয়েছে। জনসাধারণকে উপকূল থেকে দূরে থাকার জন্য সতর্ক করা হয়েছিল।
চীনের মূল ভূখণ্ডের আবহাওয়া দপ্তর জানিয়েছে, সেখানে সর্বোচ্চ মাত্রার টাইফুন সতর্কতা জারি করা হয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমস মিডিয়া জানিয়েছে, শুক্রবার বিকেলে বা সন্ধ্যায় হুইলাই থেকে হংকং পর্যন্ত বিস্তৃত উপকূলীয় অঞ্চলে হানা দিবে ঘূর্ণিঝড়। শনিবার থেকে রবিবার পর্যন্ত উপকূল বরাবর দক্ষিণ দিকে অগ্রসর হওয়ায় মধ্য দিয়ে, ঝড়টি দুর্বল হয়ে পড়বে বলে আশা করা হচ্ছে।