প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০২:৩২
২০ সেনা নিয়ে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত
অনলাইন ডেস্ক
অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে রবিবার (২৭ আগস্ট) প্রুশক্ষণের সময় একটি মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।
এ সময় হেলিকপ্টারটিতে প্রায় ২০ জন নৌসেনা ছিলেন।খবর আল-জাজিরার।
অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এবিসি জানিয়েছে, রবিবার ডারউইনের উত্তরে টিউই দ্বীপপুঞ্জের কাছে মহড়া চলাকালে ভি-২২ অস্প্রিয় মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
ঘটনার পর বেশ কয়েকজনকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
মার্কিন সামরিক বাহিনীর হেলিকপ্টারটি অস্ট্রেলিয়ান সামরিক বাহিনীর সঙ্গে অনুষ্ঠিত একটি যৌথ মহড়ায় অংশ নিয়েছিল।