শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০২:১৮

রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের ৮০ সেনা নিহত

রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের ৮০ সেনা নিহত
অনলাইন ডেস্ক

রাশিয়ার বেলগ্রোদ অঞ্চলে রুশ বাহিনীর ওপর হামলা চালাতে গিয়ে ৮০ জন সেনা সদস্য হারিয়েছে ইউক্রেনীয় বাহিনী।

সীমান্তবর্তী রাশিয়ার ক্রাসনি লিমান অঞ্চলে ৭ দফা হামলা চালায় ইউক্রেনের সেনাবাহিনী। খবর তাসের।

রাশিয়ার ওই অঞ্চলের সেনাবাহিনীর মুখপাত্র আলেকজেন্ডার সেভটুক রবিবার সকালে গলমাধ্যমকে এ তথ্য জানান। খবর তাসের।

ক্রাসনি লিমান অঞ্চলের টরস্কি লেডজি ও সেরেব্রিয়ানস্কির বনাঞ্চলে দফায় দফায় হামলা চালায় ইউক্রেনের আজভ স্পেশাল ফোর্সের ৪২তম ও ৬৩তম ব্রিগেড।

সেখানে আগে থেকেই ওঁৎ পেতে ছিল রুশ পদাতিক সেনা সদস্যরা।এসময় ইউক্রেনীয় বাহিনীর ওপর একযোগে বিমান হামলা ও কামানের গোলাবর্ষণ শুরু করে রুশ বাহিনী।

এ সব হামলায় ৮০ জন সেনা সদস্যের পাশাপাশি ইউক্রেনের ৪টি সামরিক যান একটি সেনা বহনকারী ট্রাক ধ্বংস হয়েছে।

রুশ সীমান্তের ৩০টি স্থানে ইউক্রেনীয় বাহিনীকে প্রতিহত করার দাবি করেছে রাশিয়ার সেনাবাহিনী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়