প্রকাশ : ২৩ এপ্রিল ২০২২, ০৯:০৮
রাশিয়া সফরে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব
মঙ্গলবার রাশিয়া সফরে যাবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
সফরে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন বলে জাতিসংঘ প্রধানের একজন মুখপাত্র জানিয়েছেন।
রয়টার্সের এক প্রতিবেদনে একথা জানিয়ে বলা হয়, গুতেরেস রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে একটি বৈঠক ও মধ্যাহ্নভোজে অংশ নেবেন।
গুতেরেসের সহযোগী মুখপাত্র ইরি কানেকো শুক্রবার নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন, ইউক্রেনে জরুরিভিত্তিতে শান্তি ফিরিয়ে আনতে কী করা যেতে পারে তা নিয়ে তিনি আলোচনা করবেন বলে আশা করা যাচ্ছে।
গুতেরেস ইউক্রেনে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া যুদ্ধে চার দিনের অর্থোডক্স ইস্টার মানবিক বিরতির আহ্বান জানিয়েছেন। যেন সংঘাতপূর্ণ এলাকা থেকে বেসামরিক নাগরিকরা নিরাপদে সরে যেতে পারে।
১৯৪৫ সালের পর থেকে ইউরোপের কোনো দেশের ওপর মস্কোর সবচেয়ে বড় হামলা ইউক্রেনে। এই হামলা হাজার হাজার মানুষ নিহত বা আহত হয়েছেন। বর্তমানে দেশটিতে এক কোটি ২০ লাখেরও বেশি মানুষের মানবিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন গুতেরেস।
সূত্র: রয়টার্স, দেশ রূপান্তর