প্রকাশ : ১১ আগস্ট ২০২৩, ০৬:০২
ফ্রান্সে হলিডে হোমে অগ্নিকাণ্ড, নিহত ১১
ফ্রান্সের পূর্বাঞ্চলে প্রতিবন্ধীদের একটি হলিডে হোমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১১ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
একজন দমকলকর্মী এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সময় বুধবার (৯ আগস্ট) ফ্রান্সের পূর্বাঞ্চলে এই ঘটনা ঘটে। খবর আল জাজিরার।
উদ্ধার কার্যক্রমের প্রধান লেফটেন্যান্ট কর্নেল ফিলিপ হাউউইলার বলেন, যারা ভবন থেকে বের হতে পারেননি তাদের মরদেহ আমরা খুঁজছি।এখন পর্যন্ত এগারো জনের মরদেহ পাওয়া গেছে।
তিনি জানান, আগুন এখন নিভিয়ে ফেলা হয়েছে, তবে ঠিক কিভাবে সেখানে আগুন লাগে তা এখনও পরিষ্কার নয়।
এছাড়া অগ্নিকাণ্ডের শিকার ওই ভবন থেকে সতেরো জনকে সরিয়ে নেয়া হয়েছে এবং তাদের মধ্যে অন্তত একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় সময় ৬টা ৩০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় এবং তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে বলে জানান কর্মকর্তারা।
হলিডে হোমটি স্টার্সবার্গের প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণে উইন্টজেনহেম শহরে। একটি দাতব্য সংস্থা বাড়িটি ভাড়া নিয়েছিল। সংস্থাটি মানসিক প্রতিবন্ধীদের নানা কিছু শিখিয়ে থাকে।