প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ০১:৩৫
ফিলিপাইনে ৫.৪ মাত্রার ভূমিকম্প
অনলাইন ডেস্ক
ফিলিপাইন মিন্দানাওতে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটি উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস বুধবার এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
ফিলিপাইনের সিসমোলজি এজেন্সি দাভাও ওরিয়েন্টাল প্রদেশে ৫.৩ মাত্রার ভূমিকম্পের রিপোর্ট করেছে।
এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।আফটারশকের আশঙ্কা করা হচ্ছে।
চলতি বছরে দেশটিতে ৬ মাত্রার ওপর ভূমিকম্প আঘাত হেনেছে ৩টি। এ ছাড়া গত বছরের জুলাইয়ে ৭ মাত্রার এক ভূমিকম্পে ১১ জন মারা যায়।