প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ২৩:৩৬
রুশ নৌবাহিনীতে যুক্ত হচ্ছে আরও ৩০ রণতরী: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের নৌবাহিনীর শক্তি বৃদ্ধির কাজ অব্যাহত থাকবে। এ লক্ষ্যে চলতি বছর এই বাহিনীতে ৩০টি নতুন রণতরী সংযুক্ত করা হবে।
পুতিন রোববার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে নৌবাহিনী দিবস উপলক্ষে এক মহড়া পরিদর্শন করার সময় এ ঘোষণা দেন।খবর তাসের।
তিনি রুশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও পরমাণু শক্তিচালিত সাবমেরিনের অনুশীলন উপভোগ করেন।
রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়া আজ আত্মবিশ্বাসের সঙ্গে তার জাতীয় সামুদ্রিক নীতির লক্ষ্য বাস্তবায়ন করছে এবং ক্রমাগতভাবে নিজের নৌশক্তি বৃদ্ধি করছে। শুধু এ বছরই এই বাহিনীতে যোগ দেবে বিভিন্ন শ্রেণির ৩০টি যুদ্ধজাহাজ।
এ সময় রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল নিকোলাই ইয়েভমেনভ প্রেসিডেন্ট পুতিনের পাশে উপস্থিত ছিলেন।
রাশিয়ায় প্রতি বছর জুলাই মাসের শেষ রোববার নৌবাহিনী দিবস পালন করা হয়। এ উপলক্ষে চলতি বছর সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত নৌমহড়ায় ৩ হাজার নৌসেনার পাশাপাশি ৪৫টি রণতরী, সাবমেরিন ও অন্য জাহাজ অংশগ্রহণ করে।
এছাড়া, বাল্টিক সাগর, উত্তর মহাসাগর, প্রশান্ত মহাসাগর এবং কাস্পিয়ান সাগরে মোতায়েন রুশ নৌবাহিনীও এ দিবস উপলক্ষে সামরিক মহড়া দিচ্ছে।