প্রকাশ : ২২ মে ২০২২, ১১:০৬
ভোটের ফল ঘোষণার আগেই পরাজয় স্বীকার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন নির্বাচনে পরাজয় স্বীকার করায় দেশটিতে এক দশকের রক্ষণশীল শাসনের অবসান ঘটছে। দেশটির লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দেশটির নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন।
দেশটিতে গতকাল অনুষ্ঠিত নির্বাচনে মরিসনের লিবারেল-ন্যাশনাল জোটের ভরাডুবি ঘটেছে। দেশটিতে অনুষ্ঠিত নির্বাচনের চূড়ান্ত ফল এখনও ঘোষণা করা হয়নি। ভোট এখনও গণনা চলছে। তবে প্রাথমিকভাবে লেবার পার্টির নেতা অ্যান্থনি এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সংসদের ১৫১ আসনের নিম্নকক্ষে কোনো দলের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য ৭৬ আসনে জয় দরকার। অ্যান্থনি অস্ট্রেলিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে থাকলেও তার দল এখনও চারটি আসনে পিছিয়ে রয়েছে। ভোট গণনায় দেখা গেছে, অ্যান্থনি আলবানিজের রাজনৈতিক দল লেবার পার্টি এখন পর্যন্ত ৭২ আসনে জয় পেয়েছে।
নির্বাচনে হেরে যাওয়ার ইঙ্গিত পাওয়ার লিবারেল পার্টির প্রধানের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন স্কট মরিসন। তিনি বলেন, আমি বিরোধীদলীয় নেতা এবং ভাবী প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে কথা বলেছি। নির্বাচনি জয়ের জন্য আমি আজ (গতকাল) সন্ধ্যায় তাকে অভিনন্দন জানিয়েছি।