প্রকাশ : ২২ মে ২০২২, ১০:৪৪
যে কারণে মারিউপোলের দখল রাশিয়ার জন্য বড় অর্জন
মারিউপোলের আজভস্টালে আটকে থাকা শেষ সেনা আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছে রাশিয়া। আর এর মাধ্যমে দৈত্যকার স্টিল কারখানা আজভস্টালের পূর্ণ দখল এখন রাশিয়ার হাতে।
আর আজভস্টাল রাশিয়ার জন্য অনেক বড় অর্জন অন্যদিকে ইউক্রেনের জন্য বড় ক্ষতি বলে উল্লেখ করেছেন আল জাজিরার সাংবাদিক আসাদ বেইগ।
আল জাজিরার এ সাংবাদিক তার রিপোর্টে বলেছেন, আজভস্টালের ক্ষমতা হারানো ইউক্রেনের জন্য অনেক বড় ধাক্কা।
এর মাধ্যমে রাশিয়া এখন ক্রিমিয়ার সঙ্গে তাদের বহুল কাঙ্খিত স্থল পথ তৈরি করতে পেরেছে।
আসাদ বেইগ বলেছেন, অঞ্চলের দিক দিয়ে ইউক্রেনের জন্য অনেক বড় ক্ষতি। তাছাড়া মানসিক দিক দিয়েও তাদের জন্য বড় ধাক্কা।
তিনি আরও বলেছেন, মারিউপোলের দখল যতক্ষণ ইউক্রেনীয় সেনারা আকড়ে রাখতে পেরেছিল, ততক্ষণ সেখানকার সেনা ও সাধারণ জনগণের মধ্যে আশা ছিল যে তারা এর দখল রাখতে পারবেন।
আসাদ বেইগ আরও বলেন, কিন্তু এখন ইউক্রেনের সেনারা রাশিয়ার হাতে।
তার মতে এখন রাশিয়া পরবর্তী আলোচনায় এ সুযোগ কাজে লাগাবে এবং বন্দি বিনিময় করবে। যা রাশিয়ার জন্য অনেক বড় অর্জন।
সূত্র: আল জাজিরা