প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ১০:২২
এবারও অনুষ্ঠিত হচ্ছে উটের দৌড় প্রতিযোগিতা
প্রতি বছরের ন্যায় এ বছরও সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাচ্ছে উটের দৌড় প্রতিযোগিতা। ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সরাসরি তত্ত্বাবধানে সৌদির ক্যামেল ফেডারেশন এই অনুষ্ঠানের আয়োজন করবে।
সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১ আগস্ট তায়েফ ক্যামেল স্কয়ারে এটি অনুষ্ঠিত হবে।
সৌদি উট ফেডারেশনের তথ্য অনুযায়ী, প্রতিযোগিতায় বিজয়ীরা প্রায় ছয় কোটি সৌদি রিয়াল পাবে।
স্থানীয় ও আন্তর্জাতিক উটের মালিকদের একটি উল্লেখযোগ্য সংখ্যক ৫৮৯ টিরও বেশি রাউন্ড নিয়ে গঠিত এই দৌড়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।
৩৫০ রাউন্ড সমন্বিত একটি প্রাথমিক প্রতিযোগিতার মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হবে, যা ১ থেকে ১২ আগস্টের মধ্যে অনুষ্ঠিত হবে।
২০১৮ সাল থেকে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। প্রতি বছর বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যাক উট এতে অংশ নেয়।
সৌদি আরবের উটের ইতিহাসকে সমৃদ্ধ ও সংরক্ষণ করার জন্য এই উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। তাছাড়া এই অনুষ্ঠানের মাধ্যমে আয়ও বাড়ছে উল্লেখযোগ্যভাবে।