প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ০২:৩৯
সিঙ্গাপুরে এক বছরে ৪৭৬ আত্মহত্যা
সিঙ্গাপুরে ২০২২ সালে আত্মহত্যা করেছেন ৪৭৬ জন। ২০০০ সালের পর এ সংখ্যা সর্বোচ্চ। ২০২১ সালে দেশটিতে আত্মহত্যার সংখ্যা ছিল ৩৭৮। সেই হিসাবে এক বছরে আত্মহত্যার সংখ্যা ২৬ শতাংশ বেড়েছে, যা দেশটিতে গত দুই দশকের মধ্যে সর্বোচ্চ।
আত্মহত্যা প্রতিরোধে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান সামারিটানস অব সিঙ্গাপুরের (এসওএস) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর- এএফপি
এসওএসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আত্মহত্যাকারীদের মধ্যে ১০ থেকে ২৯ বছর বয়সী শিশু-কিশোর ও তরুণের সংখ্যা বেশি। আর বয়স্কদের মধ্যে ৭০-৭৯ বছর বয়সীদের মধ্যে এই প্রবণতা বেশি।
এসওএসের প্রধান নির্বাহী গ্যাসপার তান বলেন, মানসিক স্বাস্থ্য সমস্যা, সামাজিক চাপ, অর্থনৈতিক অনিশ্চয়তাসহ নানা কারণে মানুষ আত্মহত্যা করে। আত্মহত্যা একটি জটিল সমস্যা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বৈশ্বিকভাবে ১৫ থেকে ২৯ বছর বয়সী কিশোর-তরুণদের যেসব কারণে মৃত্যু হয় তার মধ্যে চতুর্থ প্রধান কারণ আত্মহত্যা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, বিশ্বে বছরে সাত লাখের বেশি মানুষ আত্মহত্যা করে।