বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে

প্রকাশ : ০১ জুলাই ২০২৩, ২৩:৪৩

মহারাষ্ট্রে চলন্ত বাসে আগুন, শিশুসহ নিহত ২৫

মহারাষ্ট্রে চলন্ত বাসে আগুন, শিশুসহ নিহত ২৫
অনলাইন ডেস্ক

ভারতের মহারাষ্ট্রে চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ২৫ জনের প্রাণহানি হয়েছে। নিহতের মধ্যে তিনজন শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বাসের আট যাত্রী।

শুক্রবার (৩০ জুন) দিবাগত রাত ২টায় বুলধানার সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

পুলিশ বলছে, বাসটি ৩৩ জন যাত্রী নিয়ে পুনে যাচ্ছিল।

বুলধানার এসপি সুনীল কাদসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বাসটির চালকের বরাত দিয়ে তিনি জানান, এক্সপ্রেসওয়ের একটি খুঁটিতে ধাক্কা খেয়ে বাসটি উল্টে যায়। পরে আগুন ধরে যায়।

পুলিশ কর্মকর্তা জানান, আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত চলছে। এ মুহূর্তে প্রথম কাজ হলো মরদেহ শনাক্ত করা এবং তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়