বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে

প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০২:১৯

কানাডায় সড়ক দুর্ঘটনায় ১৫ জনের প্রাণহানি

কানাডায় সড়ক দুর্ঘটনায় ১৫ জনের প্রাণহানি
অনলাইন ডেস্ক

কানাডার ম্যানিটোবা প্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগ বয়স্ক ব্যক্তি বলে জানিয়েছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)।

একজন প্রত্যক্ষদর্শী সিবিসি নিউজকে জানান, স্থানীয় সময় দুপুরের পর তিনি একটি খাদে একটি জ্বলন্ত যানবাহন দেখতে পান।

পুলিশ জানিয়েছে, উইনিপেগের পশ্চিমে কারবেরির কাছে ট্রান্স-কানাডা হাইওয়েতে ট্রাক এবং বেশিরভাগ বয়স্ক ব্যক্তিদের বহনকারী একটি বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। গাড়িতে থাকা বেশিরভাগ প্রবীণ ডাউফিন, ম্যানিটোবা ও আশেপাশের এলাকার বাসিন্দা ছিল।

এক সংবাদ সম্মেলনে ম্যানিটোবার রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছে, হতাহতদের উদ্ধারে একটি এয়ার অ্যাম্বুলেন্স এবং ১২টি অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এদিকে, দুর্ঘটনার পর শোক জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। একটি বিবৃতিতে তিনি বলেন, কানাডার ম্যানিটোবার খবরটি অবিশ্বাস্যভাবে দুঃখজনক। যারা আজ প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি।

সূত্র: বিবিসি, সিবিসি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়