প্রকাশ : ১৬ জুন ২০২৩, ০১:৪৯
ফিলিপাইনে ৬.৩ মাত্রার ভূমিকম্প
অনলাইন ডেস্ক
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ ফিলিপাইনের মূল ভূখণ্ডে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে। রাজধানী ম্যানিলা ও পার্শ্ববর্তী প্রদেশগুলোতেও কম্পন অনুভূত হয়েছে।
বৃহস্পতিবারের এই ভূমিকম্পে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পের কারণে সাময়িকভাবে ম্যানিলার তিনটি এলিভেটেড রেল লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। খবর- রয়টার্স
বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র ও সহকারী সচিব বার্নার্ডো রাফায়েলিতো আলেজান্দ্রো বলেন, এখন পর্যন্ত ভূমিকম্পের বড় ধরনের প্রভাবের কোনো খবর পাওয়া যায়নি। আশা করি কোনো ক্ষয়ক্ষতি হবে না।