বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে

প্রকাশ : ০৫ জুন ২০২৩, ০৫:৫৯

সুয়েজ খালে তেলবাহী জাহাজের ইঞ্জিন বিকল, যান চলাচল ব্যাহত

সুয়েজ খালে তেলবাহী জাহাজের ইঞ্জিন বিকল, যান চলাচল ব্যাহত
অনলাইন ডেস্ক

সুয়েজ খালে একটি তেলবাহী জাহাজ ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়েছে। জাহাজটি কোনো দিকেই যেতে পারছে না। এতে সেখানে যানজট তৈরি হয়েছে। তবে আটকে পড়া জাহাজটি সরিয়ে নিতে এরই মধ্যে তিনটি টাগবোট মোতায়েন করা হয়েছে। রোববার (৪ জুন) সুয়েজ খাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

এর প্রধান ওসামা রাবি বলেন, টাগবোটগুলোর মাধ্যমে ট্যাঙ্কারটি সরানোর পর উত্তর দিকে যান চলাচল স্বাভাবিক হবে।

রিফিনিটিভ এইকন শিপিং এর তথ্য অনুযায়ী, মাল্টার পতাকাবাহী সেভিগর নামের তেলবাহী জাহাজটি ২০১৬ সালে তৈরি করা হয়। জাহাজটি রাশিয়া থেকে চীনের দিকে যাচ্ছিল।

এক সপ্তাহে আগে সুয়েজ খালে আটকে পড়া বড় একটি জাহাজকে বেশ কয়েকটি টাগবোট কয়েক ঘণ্টা পর সরিয়ে নিতে সক্ষম হয়। বিশ্বের অন্যতম ব্যস্ত জলপথটিতে কোনো জাহাজ আটকা পড়লে স্বাভাবিকভাবেই যানজট তৈরি হয়।

হংকংয়ের পতাকাবাহী এই জাহাজটি সৌদি আরবের দুবা বন্দর থেকে যাত্রা করেছিল।

এর আগে ২০২১ সালে তীব্র বাতাসের কারণে এভার গিভেন নামের একটি বিশাল কনটেইনারবাহী জাহাজ খালটিতে আড়াআড়িভাবে আটকা পড়লে ছয়দিন খালের দুইদিকে জাহাজ চলাচল বন্ধ থাকে। ব্যাহত হয় বৈশ্বিক বাণিজ্য।

ইউরোপ ও এশিয়ার মধ্যে নৌপথে যাতায়াতের সংক্ষিপ্ততম রুট সুয়েজ খাল দিয়ে বিশ্বের ব্যবসা-বাণিজ্যের প্রায় ১২ শতাংশ সম্পন্ন হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়