বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে

প্রকাশ : ০৪ জুন ২০২৩, ০৪:২০

ভারতে ভয়াবহ রেল দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে ২৮৮

ভারতে ভয়াবহ রেল দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে ২৮৮
অনলাইন ডেস্ক

ভারতের ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৮৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ৮০৩ জন। ওড়িশার বালাসোরে তিন ট্রেনের সংঘর্ষে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

এরইমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি হাসপাতালে আহতদের সাথেও দেখা করেছেন।

শুক্রবার সন্ধ্যায় বালাসোরের বাহানাগা বাজার স্টেশনে প্রায় একই সময়ে দুর্ঘটনার কবলে পড়ে তিনটি ট্রেন। এর মধ্যে ছিল দুইটি যাত্রীবাহী ট্রেন এবং একটি মালবাহি ট্রেন।

হাওড়া থেকে চেন্নাই যাচ্ছিল করমন্ডল এক্সপ্রেস অন্যদিকে হাওড়ায় ফিরছিল যশবন্তপুর-হামসফর এক্সপ্রেস ট্রেন। দুর্ঘটনায় করমন্ডল এক্সপ্রেসের ইঞ্জিন মালবাহী গাড়ির উপরে উঠে যায়, দুমড়ে মুচড়ে যায় একাধিক বগি। যশবন্তপুর-হামসফর এক্সপ্রেসের কয়েকটি বগিও লাইনচ্যুত হয়।

বিকাল ৪ টা নাগাদ বালেশ্বরের দুর্ঘটনাস্থল বাহানাগা ঘুরে দেখেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘটনাস্থল থেকেই তিনি কথা বলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও ক্যাবিনেট সচিবের সাথে। সব মিলিয়ে প্রায় ৪০ মিনিট ছিলেন তিনি।

সূত্র: এনডিটিভি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়