প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩, ০৭:৪৭
স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি বিশ্বে নজির সৃষ্টি করবে: মেয়র তাপস
দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে স্বাস্থ্যসেবা বিভাগের নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি বিশ্বে নজির সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।
সম্প্রতি নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে ডিএসসিসি এলাকায় স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও মতবিনিময় কর্মশালায় এ মন্তব্য করেন শেখ ফজলে নূর তাপস।
ডিএসসিসি মেয়র বলেন, ‘এ কর্মসূচি অত্যন্ত গর্বিত কার্যক্রম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরের প্রথমদিন সব শিক্ষার্থীর কাছে বই পৌঁছে দিচ্ছেন যা বিশ্বে নজির সৃষ্টি করেছে। এ স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচিও বিশ্বের কাছে নজির সৃষ্টি করবে বলে আমি বিশ্বাস করি।’
সারাবিশ্বে এ ধরনের সুরক্ষা কর্মসূচি চালু করা দ্বিতীয় দেশ বাংলাদেশ উল্লেখ করে শেখ তাপস বলেন, ‘আমার জানামতে শুধু যুক্তরাজ্য ছাড়া এ কর্মসূচি বিশ্বের আর কোনো দেশে নেই। ইউকে-তে ইউনাইটেড ন্যাশনাল হেলথ সার্ভিসের অধীনে যেকোনো বয়সের মানুষ এ স্বাস্থ্যসেবা পেয়ে থাকে। যুক্তরাষ্ট্র থেকে শুরু করে উন্নত বিশ্বের কোথাও সর্বজনীনভাবে সব জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবার আওতায় নিয়ে আসা হয়নি। সেটা বিশ্বে নজিরবিহীন। বাংলাদেশ দ্বিতীয় দেশ হিসেবে নজির সৃষ্টি করতে যাচ্ছে।’
স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন শুরু করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তাপস বলেন, ‘শেখ হাসিনা দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। দরিদ্রসীমার নিচে বসবাস করার কারণে সরকারি হাসপাতাল হোক বা বেসরকারি হাসপাতাল হোক তাদের সেই আর্থিক স্বচ্ছলতা নিয়ে স্বাস্থ্যসেবা নেওয়ার মতো কোনো সক্ষমতা নেই। সেই অক্ষম, দুর্বল জনগোষ্ঠী যাতে করে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পায় সেজন্যই তিনি এ কর্মসূচি হাতে নিয়েছেন। সেজন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই।’
স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের পরিচালক (গবেষণা) ড. সৈয়দা নওশীন পর্ণিনী, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বক্তব্য দেন। অনুষ্ঠানে স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উপপরিচালক ডা. মো. মোস্তাফিজুর রহমান স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচিবিষয়ক উপস্থাপনায় অংশ নেন।