শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে

প্রকাশ : ১৫ আগস্ট ২০২২, ১৭:৫৯

৫ থেকে ১১ বছরের সব শিশুই টিকা পাবে : স্বাস্থ্যমন্ত্রী

৫ থেকে ১১ বছরের সব শিশুই টিকা পাবে : স্বাস্থ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক

দেশে ৫ থেকে ১১ বছরের সকল শিশুকে টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, শিশুরা দেশের যে প্রান্তেই থাকুক, তাদের হিসেব নেওয়া হয়েছে। সকল শিশুই টিকা পাবে।

সোমবার (১৫ আগস্ট) রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা কার্যক্রম চলমান রয়েছে। টিকার প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজ কার্যক্রমও চলমান রয়েছে। শিশুদের টিকা কার্যক্রম ১১ আগস্ট উদ্বোধন করা হয়েছে। আগামী ২৫ তারিখ থেকে টিকা কার্যক্রম শুরু হবে। এজন্য যা যা করা প্রয়োজন, সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, যারা নিবন্ধন করেছে, টিকা তারাই পাবে। নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে, তবে তা দ্রুত শেষ করতে বলা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে কাজ করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আমরা অতীতেও টিকা দিয়েছি। আমাদের চিকিৎসক, নার্সদের এখন পর্যাপ্ত অভিজ্ঞতা রয়েছে। তারা প্রশিক্ষিত। ৩০ কোটি টিকাদানেও আমাদের কোনো অঘটন ঘটেনি। আমরা শিশুদের প্রতি বিশেষভাবে মনোযোগী আছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়