শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে

প্রকাশ : ০৮ জুন ২০২২, ১৫:১৭

যেসব লক্ষণে বোঝা যাবে মাঙ্কিপক্স

যেসব লক্ষণে বোঝা যাবে মাঙ্কিপক্স
অনলাইন ডেস্ক

কোভিডের থেকে পৃথিবী মুক্তি পেতে না পেতেই নতুন করে আতঙ্ক ছড়াতে শুরু করেছে মাঙ্কিপক্স। ইউরোপ ও আমেরিকার বেশ কিছু দেশে ইতোমধ্যেই হদিস মিলেছে এই ভাইরাসের।

চিকিৎকরা মনে করছেন এটি এক ধরনের বসন্ত জাতীয় রোগ। বানরের শরীর থেকে ছড়াচ্ছে এটি। তবে বিশেষজ্ঞরা বলছেন মাঙ্কিপক্স কোনো নতুন রোগ নয়। আফ্রিকার বেশ কিছু জায়গায় আগেও এটি দেখো গেছে। ২-৪ সপ্তাহর মধ্যে কমে যায় মাঙ্কিপক্স।

মাঙ্কিপক্সের সাধারণ কিছু লক্ষণ -

• গায়ে বসন্তের মতো গুটি

• জল ফোসকা

• প্রচণ্ড জ্বালা

• জ্বর

• কাঁপুনি

• মাথা যন্ত্রণা

• পিঠে ও গায়ে ব্যথা

বিশ্বে ক্রমশই উদ্বেগ বাড়িয়ে তুলছে মাঙ্কি ভাইরাস। স্পেন ও পর্তুগালের মতো ইউরোপের একাধিক দেশ ও আমেরিকায় মাঙ্কি ভাইরাসে আক্রান্ত রোগীর খোঁজ মিলছে। বাংলাদেশেও আসতে পারে এই রোগ বলে ধারণা করছে চিকিৎকরা। সঠিকভাবে সচেতন না হলে করোনার মতো মহামারি ধারণ করতে পারে এটিও।

এতদিন বিষেষজ্ঞরা মনে করত শ্বাসনালি, ক্ষতস্থান, নাক ও মুখ দিয়ে মানব শরীরে প্রবেশ করে ভাইরাসটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে আরও ৫০ জন এতে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে এবং আরও ব্যক্তির সন্ধান পাওয়া যাবে।

ইতোমধ্যে প্রায় ৩০টি দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স। পুরো বিশ্বে প্রায় ৭৮০ জন আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। এটি খুব সহজে ছড়ায় মানুষ থেকে মানুষের শরীরে। মাঙ্কিপক্সের কোনো সুনির্দিষ্ট টিকা নেই, তবে গুটি বসন্তের টিকা নিলে তা মাঙ্কিপক্সের বিরুদ্ধেও ৮৫ শতাংশ সুরক্ষা দেবে- কারণ, এ দুটি ভাইরাসের অনেক মিল রয়েছে।

যেহেতু ভাইরাসটির নির্দিষ্ট কোনো টিকা এখনও তৈরি হয়নি এবং অতি দ্রুত ছড়িয়ে পড়ছে এক শরীর থেকে অন্য শরীরে। তাই সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি ছাড়া কোনো বিকল্প নেই বলে মনে করছেন চিকিৎসকরা।

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়