প্রকাশ : ০৩ জুন ২০২২, ১৭:২৩
আরও ১৭ ডেঙ্গু রোগী হাসপাতালে
অনলাইন ডেস্ক
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকার বাইরের হাসপাতালে একজন রয়েছে।
শুক্রবার (৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বর্তমানে দেশে ৬১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫৯ জন এবং ঢাকার বাইরে দুই জন রয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত ৩৯৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩৭ জন রোগী। তবে কেউ মারা যায়নি।
উল্লেখ্য, ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। সুস্থ হয়েছিল ২৮ হাজার ২৬৫ জন এবং মারা যান ১০৫ জন।
সূত্র: আরটিভি