প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৩, ০৭:৪৮
‘কেজিএফ’, ‘পুষ্পা’র সঙ্গে আমাদের সিনেমার তুলনা করবেন না: শুভ
‘অনেক সীমাবদ্ধতার মধ্যে আমাদের কাজ করতে হয়। তাই আমাদের সিনেমার সঙ্গে ‘কেজিএফ’ বা ‘পুষ্পা’র তুলনা করবেন না। দুটো বাস্তবতা আলাদা।’ এভাবেই রোববার (১ জানুয়ারি) রাতে রাজধানীর বনানী ক্লাবে ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন আরিফিন শুভ ।
তিনি আরও বলেন, ‘একটা সময় ইন্ডাস্ট্রিতে বাঘা বাঘা অভিনেতারা ছিলেন। এখন আমরা যারাই আছি আসুন সবাই মিলে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করি। মুক্তিযুদ্ধের সময় আমাদের পর্যাপ্ত অস্ত্র ছিল না, দা-কুড়াল ঝাড়ু যা ছিল তা দিয়েই সম্মিলিত প্রচেষ্টায় আমরা স্বাধীন হয়েছিলাম। এখন আমাদের যা আছে আসুন আমরা সবাই চেষ্টা করি ইন্ডাস্ট্রিটাকে বাঁচানোর।’
চলচ্চিত্র ইন্ডাস্ট্রির প্রতি পজিটিভ দৃষ্টি রাখার আহবান জানিয়ে শুভ বলেন, ‘এ থেকে জেড ক্যাটাগরির ছবি নির্মাণ করতে গিয়েও অনেক কষ্ট করতে হয়। তাই দর্শকদের সিনেমা নির্মাণ কাজকে সাপোর্ট করা উচিত। প্রযোজক, পরিচালক, ক্যামেরাম্যান বাঁচলে অনেকগুলো ভালো সিনেমা হওয়ার সম্ভাবনা থাকে।’
ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে জানানো হয়, ১৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ব্ল্যাক ওয়ার’। অনুষ্ঠানে আরিফিন শুভ ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেতা সুমিত, সাদিয়া নাবিলা, মাজনুন মিজান প্রমুখ।
পুলিশি অ্যাকশন থ্রিলার ‘ব্ল্যাক ওয়ার’ প্রযোজনা করেছে কপ ক্রিয়েশন। পরিচালনা করেন যৌথভাবে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।