রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২২, ০৬:২৩

যেসব তারকা চলতি বছর সেরা করদাতার তালিকায় স্থান পেয়েছেন

যেসব তারকা চলতি বছর সেরা করদাতার তালিকায় স্থান পেয়েছেন
অনলাইন ডেস্ক

চলতি বছরের সেরা করদাতার তালিকা ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এবারের তালিকায় দুটি শাখায় শোবিজ ভুবনের ছয়জন তারকার নাম স্থান পেয়েছে।

সংগীতশিল্পী তাহসান রহমান খান, এস ডি রুবেল ও কুমার বিশ্বজিৎ ‘গায়ক ও গায়িকা’ শাখায় সেরা করদাতা নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে ‘অভিনেতা ও অভিনেত্রী’ শাখায় সেরা করদাতা হয়েছেন অভিনেতা পীযুষ বন্দোপাধ্যায়, অভিনেতা মাহফুজ আহমেদ ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

জানা গেছে, ট্যাক্স কার্ড পাওয়া ব্যক্তিরা রাষ্ট্রের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবেন। এসব ব্যক্তির জন্য বিমানবন্দরে সিআইপি লাউঞ্জ, তারকা হোটেলসহ সব আবাসিক হোটেলে বুকিংয়ে অগ্রাধিকার প্রদান করা হবে।

এছাড়াও কর কার্ডধারীদের নিজ এবং তার স্ত্রী বা স্বামী, নির্ভরশীল সন্তানের চিকিৎসার জন্য বিভিন্ন সরকারি হাসপাতালে কেবিন সুবিধা প্রাপ্তিতে অগ্রাধিকার প্রদান করা হবে।

অন্যদিকে আকাশপথ, জলপথ ও রেলসহ সব ধরনের সরকারি যানবাহনে টিকিট প্রাপ্তিতে অগ্রাধিকার এবং জাতীয় অনুষ্ঠান, সিটি করপোরেশন, পৌরসভাসহ স্থানীয় সরকার কর্তৃক আয়োজিত সভা-সমাবেশ ও সংবর্ধনায় সম্মানিত অতিথি হিসেবে আমন্ত্রণ পাবেন।

উল্লেখ্য, গত বছর ‘অভিনেতা ও অভিনেত্রী’ শাখায় সেরা করদাতা হয়েছিলেন সুবর্ণা মুস্তাফা, বিদ্যা সিনহা সাহা মিম ও বাবুল আহমেদ। সংগীতশিল্পীদের মধ্যে গায়ক ও গায়িকাদের মধ্যে সেরা হয়েছিলেন তাহসান রহমান খান, এস ডি রুবেল ও কুমার বিশ্বজিৎ। এবারও তারাই এই শাখায় সেরা করদাতা হিসেবে নির্বাচিত হয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়