প্রকাশ : ১১ আগস্ট ২০২২, ১০:৩৯
‘দূর থেকে দেখতে হয়েছে পরী-রাজের সন্তানকে’
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি মাতৃত্বের স্বাধ অনুভব করেছেন। রাজ-পরীর ঘর আলো করে এসেছে রাজপুত্র। নতুন অতিথিকে ঘিরে বাঁধভাঙা উচ্ছ্বাস বইছে দুই পরিবারে।
সন্তানের বাবা-মা হওয়ার খবরে শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন রাজ ও পরীমনি। ভক্ত-শুভাকাঙক্ষী, স্বজন ও সহকর্মীরা এই দম্পতিকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বুধবার বিকালে অস্ত্রোপচারের মাধ্যমে পৃথিবীর আলো দেখে পরীমনির ছেলেসন্তান।
নবজাতক, তার মা ও বাবাকে দেখতে হাসপাতালে ভিড় করছেন তাদের শুভাকাঙক্ষীরা। হাসপাতালে গিয়েছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরীও।
রাত সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতাল থেকে বেরিয়ে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।
চয়নিকা বলেন, রাজ-পরীর সন্তানকে দেখতে হাসপাতালে এসেছি। ভেতরে গিয়ে দেখলাম; দূর থেকেই দেখলাম। কারণ খুব কড়াকড়ি আছে।
রাজ-পরীর নতুন অতিথির খবরে আনন্দিত চয়নিকা বলেন, খুবই খুশির খবর। পরী-রাজের ছেলে হয়েছে; রাজপুত্র হয়েছে। অবশ্যই অনেক আনন্দের খবর।’
নবজাতককে দূর থেকে দেখেছেন জানিয়ে এ নির্মাতা বলেন, ‘আমিও দূর থেকে দেখেছি; কাছ থেকে দেখতে পারিনি। আমাকেও নিষেধ করা হয়েছে, যেহেতু নিয়ম।’
চয়নিকা বলেন, ‘দুজনই ভালো আছে, সুস্থ আছে। খুবই রেস্ট্রিকটেড এবং দর্শনার্থী প্রবেশ নিষেধ।’
রাজ স্ত্রীকে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন জানিয়ে চয়নিকা বলেন, ‘রাজকে দেখলাম। বেচারা খুবই টেনশনে; দুই দিন ধরে খাওয়া-দাওয়া বন্ধ। এখনও খায়নি সে। হয়তো পরী যখন খাবে, তখন সেও খাবে। কারণ দুজন দুজনকে প্রচণ্ড কেয়ার করে ও ভালোবাসে।’
পরী, রাজ ও তাদের সন্তানের জন্য সবাইকে প্রার্থনার আহ্বান জানিয়ে চয়নিকা বলেন, ‘পরীকে অনেক ভালোবাসি। সে আমার সন্তানের মতো। এ ভালো লাগা বলে বোঝানো যাবে না।’
নবজাতককে কোলে নেওয়ার অপেক্ষায় আছেন চয়নিকা। এ অপেক্ষা ৭ থেকে ৯ দিন করতে হবে বলে জানান নির্মাতা।
তিনি বলেন, কিছু নিয়মের মধ্যে আছে নবজাতক। যেহেতু ছোট বাচ্চা, সব নিয়ম মেনেই কোলে নেব এবং তার জন্য অপেক্ষা করব।