রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে

প্রকাশ : ০৩ আগস্ট ২০২২, ১১:৫৬

ভিডিও নিয়ে বিতর্ক: সেদিন কী ঘটেছিল, জানালেন তুষি

ভিডিও নিয়ে বিতর্ক: সেদিন কী ঘটেছিল, জানালেন তুষি
অনলাইন ডেস্ক

‘হাওয়া’ সিনেমায় গুলতি চরিত্রে অভিনয় করে প্রশংসায় ভাসছেন অভিনেত্রী নাজিফা তুষি। আলোচনার মধ্যেই এ অভিনেত্রীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, বিষয়টি নিয়ে বিদ্রূপের মুখে পড়েছেন এ অভিনেত্রী। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার আগে ‘হাওয়া’র পোস্টারের পাশে থাকা অন্য দুটি সিনেমা—‘পরাণ’ ও ‘দিন: দ্য ডে’র পোস্টার সরাতে বলছেন তুষি। ভিডিওর মন্তব্যের ঘরে তুষির সমালোচনা করেছেন কেউ কেউ। সেদিন আসলে কী ঘটেছিল, এমন প্রশ্নের জবাবে তুষি বলেন, ‘আমার বাসা শ্যামলীতে। এ কারণে “হাওয়া” টিমের সিদ্ধান্ত অনুযায়ী আমি সন্ধ্যার শোতে শ্যামলী সিনেপ্লেক্সে যাই। হলে ঢুকতে সাংবাদিক পরিচয়ে কয়েকজন এসে আমাকে জানালেন, তাঁরা নাকি সকাল থেকে আমার জন্য অপেক্ষা করছেন। সাক্ষাৎকার নেবেন।

এদিকে ছবি শুরু হয়ে গেছে। আমি তাড়াতাড়ি একটা সাইডে গিয়ে সাক্ষাৎকার নেওয়ার কথা বললাম। ওখানে “দিন: দ্য ডে”, “পরাণ” ও “হাওয়া”র পোস্টার ছিল। যেহেতু আমার সাক্ষাৎকার, তাই আমার ছবির পোস্টারই রাখতে চাইলাম। তাড়াহুড়া করে কাজটি করার জন্য দ্রুতই বাকি দুটি ছবির পোস্টার একটু সাইডে সরাতে বলি। উনারাই কিন্তু পোস্টার দুটি সরালেন। সাক্ষাৎকার শেষে আবার যেখানকার পোস্টার সেখানে রাখা হয়। কিন্তু এই বিষয়টিই যে কাল হবে, বুঝিনি। এটি একটি অবাক করা ঘটনা।’

‘উদ্দেশ্যপ্রণোদিত হয়েই’ ভিডিওটি ছাড়া হয়েছে বলে দাবি করেন ‘আইসক্রিম’ সিনেমার এ অভিনেত্রী। তিনি বলেন, ‘সাক্ষাৎকারের মধ্যে “দিন: দ্য ডে” ও “পরাণ” ছবি দুটিও দেখতে দর্শকদের অনুরোধ করেছি আমি। কিন্তু কারা যেন পুরো ভিডিও না ছেড়ে, এডিট করে ওই অংশটুকুই ছড়িয়েছে। পুরো সাক্ষাৎকার দেখলে সবার ভুল ভাঙবে।

আর “পরাণ”–এর পরিচালক (রায়হান রাফি) আমার বন্ধু। তা ছাড়া আমিও তো একজন শিল্পী, অন্য শিল্পীর কাজকে কেন অসম্মান করব? এটি খুবই দুঃখজনক। আমার কাছে মনে হয়েছে, যাঁরা এই ভিডিও ছড়িয়েছেন, তাঁরা খারাপ উদ্দেশ্যেই কাজটি করেছেন। তা না হলে এভাবে কেটে ভিডিও ছড়াবেন কেন?’

এই অভিনেত্রীর ভাষ্যে, ‘যাঁদের ছবির পোস্টার আমি সরানোর কথা বলেছি, ব্যাপারটি বুঝে তাঁরা কিন্তু কিছুই বলছেন না। অথচ বাইরের কিছু মানুষ এটিকে রং দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তাঁদের উদ্দেশ্য ভালো নয়।’

তাঁদের এমন আচরণে কষ্ট পাওয়ার কথা জানিয়ে তুষি বলেন, ‘এসব দেখে গতকাল রাত থেকে আমার মন খুব খারাপ। আমি ছোট মানুষ। সিনেমাতে খুব কম কাজ আমার। আমাকে যদি সবাই সহযোগিতা না করেন, টেনে ধরেন, তাহলে তো এখানে কাজ করতে পারব না।’

‘হাওয়া’ ছবিতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, নাজিফা তুষি, নাসির উদ্দিন, সোহেল মণ্ডল প্রমুখ। সিনেমাটির প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড ও নির্মাণ সংস্থা ফেইস কার্ড প্রোডাকশন।

সূত্র: প্রথম আলো

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়