প্রকাশ : ২২ জুলাই ২০২২, ১০:১২
বুঝি না বীজগণিত কী কাজে লাগে: জাহ্নবী কাপুর
‘সাহিত্য, ইতিহাস মানুষকে সমৃদ্ধ করে। সংস্কৃতিমনস্ক করে তোলে। কিন্তু গণিত? তা তো মানুষকে প্রতিবন্ধী করে।’
হঠাৎ গণিত বিদ্বেষী এমন কথা? আসলে সম্প্রতি বলিউড তারকা জাহ্নবী কাপুর এভাবেই তার পড়াশোনার বিষয়টি শেয়ার করেছেন। যদিও গণিতপ্রেমীরাও এমন বক্তব্যে অবাক।
তবে তাতে জাহ্নবী কাপুরের কিছু যায় আসে না। সোজাসাপ্টা তার মন্তব্য- তিনি নাকি তার পড়া নিয়ে ব্যক্তিগত বিষয়টি প্রকাশ করেছেন। অনেকে আবার বলিউড নায়িকার এই বক্তব্যকে মজার হিসেবে নিয়েছেন।
সাক্ষাৎকারে সঞ্চালকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে জাহ্নবী নিজের স্কুলজীবনের কথা তুলে ধরে বলেন, ‘আমি শুধুমাত্র ইতিহাস এবং সাহিত্য পড়তে ভালোবাসতাম। তাতে ভালো রেজাল্টাও করেছি। কিন্তু অঙ্ক আমার মাথায় ঢুকতো না। আমি আজও বুঝি না অ্যালজেব্রা কী কাজে লাগে!’
২০১৮ সালে প্রেমের ছবি ‘ধড়ক’র মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন জাহ্নবী। তারপর ‘রুহি’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’ ও ‘ঘোস্ট স্টোরিজ’র মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন।
সবশেষ চলতি বছরের ২৯ জুলাই মুক্তি পাচ্ছে জাহ্নবী অভিনীত ‘গুডলাক জেরি’ ছবি। বর্তমানে এই ছবির প্রচারে ব্যস্ত তিনি।