প্রকাশ : ১৫ জুলাই ২০২২, ১৬:২৮
বিহারি গালি শিখতে হয়েছিল জাহ্নবিকে
আড়াই ঘণ্টার একটা সিনেমার জন্য আড়াই মাসের প্রস্তুতিও মাঝে মাঝে যথেষ্ট হয় না। সেখানে আস্ত একটা আঞ্চলিক ভাষা শিখে ফেলা তো যা-তা নয়।
‘সুপার-৩০’ ছবিতে ঋতিক রোশন এবং ‘আটরঙ্গি রে’ ছবির জন্য সারা আলি খানকে বিহারি ভাষা শিখতে হয়েছিল। তাদের মুখে অবলীলায় বিহারি উচ্চারণ শুনেই অনুপ্রেরণা পেয়েছিলেন শ্রীদেবী কন্যা জাহ্নবি। উঠেপড়ে লেগেছিলেন বিহারি গালি শিখতে।
‘গুড লাক জেরি’ ছবিতে ওই উচ্চারণেই কথা বলতে দেখা যাবে জাহ্নবিকে। ‘বিহারি নিয়ে একেবারে কোমর বেঁধে নেমেছিলাম। গণেশ স্যার ও বিনোদ স্যারের অনেক ওয়ার্কশপ করেছিলাম। সেখানে অনেক বিহারি গানও শুনতে হয়েছিল।’
বিহারিতে গালিগালাজও শিখতে হয়েছিল কিনা জানতে চাইলে বলিউড হাঙ্গামাকে জাহ্নবি জানালেন, ‘একদম ঠিক, বিহারি গালির ওপরও একটা ক্লাস করিয়েছিলেন ট্রেনাররা। পুরোটা বেশ মজারই ছিল। দেশের একটি অঞ্চলের ভাষারীতি জানতে পারায় আমি সত্যিই নিজেকে ভাগ্যবান মনে করি।’