রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে

প্রকাশ : ১৯ জুন ২০২২, ১২:২৪

বন্যার্তদের পাশে এই তারকারাও

বন্যার্তদের পাশে এই তারকারাও
অনলাইন ডেস্ক

স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছেন সিলেটবাসী। শহরের ২০টি এলাকাসহ প্লাবিত হয়েছে পাঁচটি উপজেলার নিম্নাঞ্চল। এতে জেলার একেকটি উপজেলা পরিণত হয়েছে বিচ্ছিন্ন দ্বীপে। পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ।

ইতোমধ্যেই উজানের পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণে সিলেট-সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে সেখানকার মানুষজন। ক্রমশ অবনতি ঘটছে পরিস্থিতির। এরইমধ্যে বাংলাদেশের নামকরা সেলিব্রেটিরা এগিয়ে আসছেন যে যার মতো করে।

এবার সেই বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ঢাকাই সিনেমার সময়ের চার জনপ্রিয় মুখ, জিয়াউল ফারুক অপূর্ব, মেহজাবীন চৌধুরী, তাহসান খান ও তানজিন তিশা। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই বানভাসিদের পাশে থাকবেন বলে জানিয়েছেন। এমনকি অন্যদেরও পাশে থাকার আহ্বান জানান এই শিল্পীরা।

তাহসান লেখেন, ‘সিলেটের বন্যাকবলিত মানুষের জন্যে যেসব উদ্যোগ নেওয়া শুরু হয়েছে সেই উদ্যোগগুলোর লিংক এই স্ট্যাটাসের কমেন্ট সেকশনে শেয়ার করতে পারেন।’

সিলেট ও সুনামগঞ্জের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধারে সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত টিম লিডারদের মোবাইল নাম্বার নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে তানজিন তিশা লিখেছেন, ‘বানভাসি মানুষের যেকোনো প্রয়োজনে তাদেরকে কল দিতে পারেন।’

অপূর্ব লিখেছেন, ‘সিলেট ও সুনামগঞ্জে বন্যার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ধারণা করা হচ্ছে এই বন্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। মহান আল্লাহ আপনি সহায় হোন।’

মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘মানসিকভাবে শক্ত থাকুন সিলেটবাসী।’

এমন অভিনব উদ্যেগকে স্বাগত জানিয়েছেন নেটিজেনরা। পাশাপাশি আরও সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন তিনি। যাতে করে বানভাসি মানুষেরা এই পরিস্থিতি একা নয় বরং সবাই মিলে পাশে থেকে মোকাবিলা করতে পারে।

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়