প্রকাশ : ১০ জুন ২০২২, ১২:২৬
সংস্কৃতি খাতে সরকারের প্রস্তাবিত বাজেটে আমরা হতাশ : গোলাম কুদ্দুছ
২০২২-২৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেটে সংস্কৃতি মন্ত্রণালয়কে ৬৩৭ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে, যা গত অর্থবছরে চেয়ে ৫৮ কোটি টাকা বেশি। গত অর্থবছরে প্রস্তাবিত বাজেট ছিলো ৫৮৭ কোটি টাকা, যা সংশোধিত হয়ে দাঁড়ায় ৫৭৯ কোটিতে।
বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
সংস্কৃতি খাতের প্রস্তাবিত এই বাজেটে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ গণমাধ্যমকে জানান, ‘সংস্কৃতি খাতে সরকারের প্রস্তাবিত এই বাজেটে আমরা সংস্কৃতিকর্মীরা হতাশ। আমরা মনে করি, এই বাজেটে সংস্কৃতি খাতকে উপেক্ষা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা সরকারের কাছে দাবি জানিয়ে এসেছি, তার প্রতিফলন আমরা প্রস্তাবিত বাজেটে পাইনি।’
সূত্র: আরটিভি