বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ১৫:১২

ক্রিস মার্টিনকে ‘ভাই’ সম্বোধন শাহরুখের

ক্রিস মার্টিনকে ‘ভাই’ সম্বোধন শাহরুখের
অনলাইন ডেস্ক

ডুয়া লিপার মতো ক্রিস মার্টিনের মুম্বাই কনসার্টের মধ্যমণি হলেও বলিউড কিং শাহরুখ খান। মায়ানগরীতে আন্তর্জাতিক তারকাদের কনসার্ট মানেই সেই মঞ্চে অন্তত একবার হলেও ‘বাদশা’র নাম ভক্ত-অনুরাগীরা নিয়ে থাকে।

মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়াম থেকে সেই আওয়াজ বাদশার কান পর্যন্ত পৌঁছতে সময় নেয়নি। অতঃপর ক্রিসের কনসার্টের সেই মুহূর্ত শেয়ার করে ‘ভাই’ বলে সম্বোধন করলেন শাহরুখ খান।

কনসার্টে যখন উপচে পড়া ভিড়, গান শুনতে শুনতে চোখের পানি আর ধরে রাখতে পারলেন না শ্রেয়া ঘোষাল, তখন শাহরুখের প্রতি নিজের ভালোবাসা, ভালোলাগা প্রকাশ করেন ক্রিস মার্টিন।

যা শুনে উপস্থিত দর্শকরা উল্লাসে ফেটে পড়েন। মায়ানগরীতে কনসার্ট করতে এসে বাদশাকে ‘চিরন্তন’ বলার পর শাহরুখও ক্রিসের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে নিলেন। ‘কোল্ড প্লে’র জনপ্রিয় গান ‘ইয়েলো’র কথা উল্লেখ করে কিং খান লিখলেন, ‘তারাদের দিকে তাকাও। দেখো, ওরা তোমার জন্যই জ্বলজ্বল করছে।’

এরপর লিখেছেন, ‘ভাই ক্রিস মার্টিন তোমার জন্য নিজেকে বিশেষ বলে মনে হচ্ছে। ঠিক তোমার গানের মতোই! অসংখ্য ভালোবাসা আর আলিঙ্গন তোমার টিমকে। বন্ধু তুমি কোটি কোটি মানুষের মধ্যে সত্যিই অনন্য। ভারত তোমাকে ভালোবাসে।’

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়