বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ২২:৪১

বিয়ের পরপরই তাহসানের ‘একা ঘর আমার’

বিয়ের পরপরই তাহসানের ‘একা ঘর আমার’
অনলাইন ডেস্ক

সদ্যই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। গত শনিবার (৪ জানুয়ারি) মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেছেন তিনি।

ঘরোয়া আয়োজনেই সম্পন্ন হয়েছে তাহসান-রোজার বিয়ের অনুষ্ঠান। যেখানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা।

এদিন সন্ধ্যায় নববধূর সঙ্গে একটি ছবি প্রকাশ করে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেন তাহসান। এরপরই তারকা দম্পতিকে শুভেচ্ছাবার্তায় ভাসিয়েছেন ভক্তরা।

শনিবার সন্ধ্যায় বিয়ের পর সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ভক্তদের দেখা দিলেন তাহসান। উপলক্ষ্যটা অবশ্য বিয়ে নয়, গায়কের নতুন গান ‘একা ঘর আমার’ প্রকাশ পেয়েছে।

সেই উপলক্ষে সোমবার সন্ধ্যায় গুলশানের এক রেস্তোরাঁয় সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। যেখানেই গানটি আনুষ্ঠানিকভাবে মুক্তি পায়।

তাহসানের এই গানটি প্রযোজনা করছে অনুপম রেকর্ডিং মিডিয়া। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘একা ঘর আমার’ শিরোনামে গানটি গাওয়ার পাশাপাশি লিখেছেন, সুরও বেঁধেছেন তাহসান। দ্বৈত গানে তাহসানের সঙ্গে গেয়েছেন সিঁথি সাহা। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।

সোমবার রাতেই ইউটিউবে অনুপম মিউজিক চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়