প্রকাশ : ৩০ মে ২০২২, ১১:২৭
তিন অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু নিয়ে যা বললেন নুসরাত
বলিউড-টালিউডে অভিনেতা-অভিনেত্রীদের মৃত্যুর মিছিল যেন চলছে। মাত্র কয়েকদিনের ব্যবধানে না ফেরার দেশে পাড়ি জমান কলকাতার তিন অভিনেত্রী। তিনজনের মৃত্যুই রহস্যজনক। গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায়, যা পুলিশের খাতা অপমৃত্যু হিসেবে লেখা হয়েছে।
‘আমি সিরাজের বেগম’ সিরিয়াল খ্যাত তারকা পল্লবী দের অস্বাভাবিক মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই টালিউডের আরেক অভিনেত্রী বিদিশা দের মৃত্যুর খবর ভেসে আসে।
এরপর মারা গেলেন মঞ্জুষা নিয়োগী নামের আরও এক অভিনেত্রী।
অভিনেত্রীদের রহস্যজনক মৃত্যুগুলোর বিষয়ে এবার কথা বলেছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান।
কী কারণে পল্লবী-বিদিশাদের মতো অভিনেত্রীরা আত্মহননের দিকে ঝুঁকছেন তার ব্যাখ্যা দিয়েছেন এই অভিনেত্রী।
আলোচিত এই অভিনেত্রীর মতে, তরুণ মডেল-অভিনেত্রীদের লাগামহীন উচ্চাকাঙ্ক্ষা আর বিলাসিতাই এসব মৃত্যুর জন্য দায়ী।
সম্প্রতি নিজের নির্বাচনী এলাকা বসিরহাটে একটি রক্তদান অনুষ্ঠানে যোগ দিয়ে নুসরাত জাহান বলেন, ‘অভিনেত্রীদের মৃত্যু রীতিমতো দুঃখজনক এবং বেদনাদায়ক। এই রকম কাজ যেন কেউ না করেন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। ইদানীং একটি প্রবণতা দেখা দিচ্ছে। নতুন প্রজন্মের অভিনেত্রীদের উচ্চাকাঙ্ক্ষা, বিলাসিতা, শিখরে পৌঁছতে গিয়ে তা না পেয়ে মানসিক যন্ত্রণা। তার পর সেখান থেকে মুক্তি পেতে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন অনেকে। এটা খুবই দুঃখের। মৃত্যু এবং জীবন থাকে ঈশ্বরের হাতে। আমার মনে হয় না এই বিষয়টি নিজের হাতে নেওয়া উচিত নয়। আর কেউ যেন এমনটা না করেন।’
নুসরাত আরো বলেন, ‘আমাদের সকলের জীবনে সমস্যা রয়েছে। একজন মানুষ পাবেন না যার জীবনে সমস্যা নেই। ডিপ্রেশন নিয়ে আজকাল অনেকেই সচেতন। সোশ্যাল মিডিয়াতেও চর্চা হয়। আমি কখনও আত্মহননের বিষয়টি সমর্থন করব না।’
তথ্যসূত্র: এই সময়