প্রকাশ : ০৪ জুন ২০২৪, ০৭:২১
লন্ডনের রাস্তায় শাড়ি পরে গোলাপ হাতে ফারিণ
অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সম্প্রতি রেইনবো চলচ্চিত্র উৎসবে যোগ দিতে লন্ডনে গিয়েছেন। এরপর সেখানে অবস্থানরত ভক্তদের গান গেয়ে শুনিয়েছেন। পাশাপাশি এ অভিনেত্রীকে লন্ডনের রাস্তায় ঘুরাঘুরি করতে দেখা গেছে।
সোমবার (৩ মে) ফারিণ তার ফেসবুক পেজে একটি রিল ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আপনি যেখানেই যান শাড়ি পরুন।’
এ ভিডিওতে ফারিণ নিজেকে এক অভিনব লুকে ভক্তদের মাঝে ধরা দিয়েছেন। যেখানে তাকে রঙিন ফুলের নকশা করা শাড়ি পরে একগুচ্ছ গোলাপ হাতে দেখা যায়। এদিকে তার হালকা মেকাপ ও মিষ্টি হাসি অনুরাগীদের নজর কেড়েছে।
হাতে ছোট একটি ব্যাগ চোখে হালকা কাজল কপালে কালো টিপ যেন ফারিণকে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে। ভক্তদের অনেকে তাকে গোলাপ ফুলের সঙ্গে তুলনা করেছেন।
তাহসান জয় নামে এক অনুরাগী লাভ ইমোজি দিয়ে লিখেছেন, ‘সে নিজেও জানে না, যে সে নিজেই একটা ফুল।’ আরেক ভক্ত বলেন, ‘তুমি সবকিছুতেই অনেক সুন্দর। তোমাকে ভালো লাগে তোমার সাধারণ জীবন যাপনের জন্য।’
জানা যায়, রেইনবো চলচ্চিত্র উৎসবের সমাপনী দিনে পূর্ব লন্ডনের বেথনাল গ্রিনে অবস্থিত রিচ মিক্স সেন্টারে দেখানো হবে ফারিণ অভিনীত প্রথম সিনেমা ‘ফাতিমা’। এবারের উৎসবে মোট ৩৮টি সিনেমা দেখানো হবে। বাংলাদেশ, ভারতসহ কয়েকটি দেশের প্রতিনিধি এতে উপস্থিত থাকবেন।
গত ২৪ মে দেশের প্রেক্ষাগৃহে ‘ফাতিমা’ সিনেমাটি মুক্তি পেয়েছে। ছবিটি পরিচালনা করেছেন ধ্রুব হাসান। এ ছবিতে ফারিণ অভিনয় করেছেন ২৬ বছর বয়সী একজন গ্রামের মেয়ের ভূমিকায়, যে ঢাকায় এসে তার ক্যারিয়ার গড়ে তোলার চেষ্টা করে।
এই সিনেমা দিয়ে ইরানের ঐতিহ্যবাহী ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী হিসেবে ক্রিস্টাল সিমোর্গ পুরস্কার জিতেছেন ফারিণ। এতে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, মানস বন্দ্যোপাধ্যায়, সুমিত সেনগুপ্ত, পান্থ কানাই, আয়শা মনিকা প্রমুখ। এ ছাড়া অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন এ বি এম সুমন, তারিক আনাম খান, শাহেদ আলী ও শতাব্দী ওয়াদুদ।