প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০০
অভিনেতা আহমেদ রুবেলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
অনলাইন ডেস্ক
অভিনেতা আহমেদ রেজা রুবেলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার রাতে এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার সর্বশেষ চলচ্চিত্র ‘পেয়ারার সুবাস’ এর প্রিমিয়ার শো উপলক্ষে ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের স্টার সিনেপ্লেক্সে আসার পর অসুস্থ হয়ে পড়েন রুবেল।
পরে নিকটস্থ স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।