বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪  |   ২৭ °সে

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৯

ক্যাটরিনা-বিজয় সেতুপতির ‘মেরি ক্রিসমাস’র ট্রেলার প্রকাশ্যে

ক্যাটরিনা-বিজয় সেতুপতির ‘মেরি ক্রিসমাস’র ট্রেলার প্রকাশ্যে
অনলাইন ডেস্ক

মুক্তি পেয়েছে ক্যাটরিনা কাইফ ও বিজয় সেতুপতি অভিনীত ‘মেরি ক্রিসমাস’সিনেমার ট্রেলার। এ সিনেমার মাধ্যমে প্রথমবার বিজয় সেতুপতি ও ক্যাটরিনা কাইফ এক ফ্রেমে জুটি বেঁধেছেন।

মেরি ক্রিসমাস সিনেমাটির নাম ঘোষণার পর থেকেই অপেক্ষায় ক্যাটরিনা ও বিজয় সেতুপতির ভক্ত-অনুরাগীরা। শ্রীরাম রাঘবন পরিচালিত এ সিনেমার ট্রেলার ভক্তদের মাঝে আরও উত্তেজনা বাড়িয়েছে।

‘মেরি ক্রিসমাস’ সিনেমার হিন্দি সংস্করণে দেখা যাবে সঞ্জয় কাপুর, বিনয় পাঠক, প্রতিমা কন্নন ও টিনু আনন্দকে।

অন্যদিকে সিনেমাটি তামিল সংস্করণে ঠিক একই চরিত্রে দেখা যাবে রাধিকা শরৎকুমার, সনমুগরজা, কেভিন জয় বাবু ও রাজেশ উইলিয়ামসকে। এছাড়া এ সিনেমা দিয়ে শিশুশিল্পী পরীর অভিষেক হচ্ছে।

বছরের শেষ মাসে এরই মধ্যে মুক্তি পেয়েছে রণবীর কাপুরের সিনেমা ‘অ্যানিমেল’। এদিকে বলিউড বাদশা শাহরুখের ‘ডানকি’ সিনেমা নিয়ে রীতিমতো কলকাতাসহ ভারতজুড়ে হইচই পড়ে গেছে।

শাহরুখ খানের কলকাতার বিভিন্ন ফ্যান ক্লাবের পক্ষ থেকে প্রথম দিনের শোয়ের টিকিট কেনার জন্য হুড়োহুড়ি শুরু হয়েছে। আশা করা যাচ্ছে, ক্যাটরিনা ও বিজয় সেতুপতির ‘মেরি ক্রিসমাস’ সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়