প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০২:০৮
বিয়ে করলেন সংগীতশিল্পী অবন্তি সিঁথি
বিয়ে করেছেন নতুন প্রজন্মের কণ্ঠশিল্পী অবন্তি সিঁথি। ১৫ ডিসেম্বর তার বিয়ের সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
রাজধানীর মিরপুরের একটি কনভেনশন সেন্টারে বিয়ের অনুষ্ঠান হয়েছে। এতে অবন্তির কাছের মানুষ এবং দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন বলে জানা যায়।
অবন্তি সিঁথির বর অমিত দে লন্ডন প্রবাসী। সেখানের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি। শখের বশে সংগীত চর্চাও করেন। গান দিয়ে দুজনের পরিচয় হয়।
এ প্রসঙ্গে অবন্তি সিঁথি গণমাধ্যমকে বলেন, ‘আমাদের পরিচয়টা গানের মাধমে হলেও বিয়ের ব্যাপারটি পারিবারিকভাবে হয়েছে। পরিচয়ের পর আমাদের মধ্যে কথাবার্তা হয়েছে। অমিতের ভাবনাচিন্তা আমাকে মুগ্ধ করেছে। চাকরি করলেও সে একজন সংগীতের মানুষ।’
অবন্তি সিঁথি আরও বলেন, ‘মনে মনে এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে চেয়েছি। সৃষ্টিকর্তা আমায় তেমন একজন মানুষকে চলার পথের সঙ্গী করে দিয়েছেন। সবার কাছে আমাদের নতুন জীবনের জন্য আশীর্বাদ চাই।’
জানা গেছে, অমিত দে লন্ডনে বসবাস করলেও সিলেটে তার বাড়ি। অমিত প্রায় ১৩ বছর ধরে লন্ডনে বসবাস করছেন। সেখানে অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা শেষ করে এখন একটি ফাইন্যান্স ফার্মে চাকরি করছেন।
অমিত দের সঙ্গে পরিচয় প্রসঙ্গে অবন্তি বলেন, ‘বছরখানেক আগে মিথুনদার (গায়ক ও যন্ত্রশিল্পী মিথুন চাক্রা) উদ্যোগে একটি গান তৈরির পরিকল্পনা হয়। সেই গানে কণ্ঠ দেওয়ার কথা ছিল অবন্তি ও অমিতের। এ প্রকল্পের কাজের সূত্রে দুজনের পরিচয়। তারপর লন্ডন-ঢাকা কথাবার্তা হয়। এরপর পুরো ব্যাপারটি পারিবারিকভাবে এগিয়েছে।’