বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪  |   ২৭ °সে

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৬:৫১

রণবীরের ‘অ্যানিমেল’ ৩০০ কোটির পথে ছুটছে

রণবীরের ‘অ্যানিমেল’ ৩০০ কোটির পথে ছুটছে
অনলাইন ডেস্ক

বলিউড তারকা রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সিনেমাটি ৩০০ কোটি রুপি আয়ের পথে ছুটছে। সন্দীপ রেড্ডি পরিচালিত এ সিনেমা মঙ্গলবার ৩৮.২৫ কোটি রুপি আয় করেছে ভারতেই। যা বাংলাদেশি মুদ্রায় ৫০ কোটি টাকারও বেশি। এ সিনেমা ভারতে এখন পর্যন্ত রণবীর কাপুরের সবচেয়ে বেশি ব্যবসা করা সিনেমা।

মুক্তির পর পঞ্চম দিনে ভারতে ৩৮.২৫ কোটি রুপি আয় করেছে ‘অ্যানিমেল’। এ সময়ে ভারতে ‘অ্যানিমেল’ সিনেমার মোট আয়ের পরিমাণ ২৮৩.৭৪ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৩১৫ কোটি টাকারও বেশি।

রণবীরের ‘সঞ্জু’ মোট ৩৪২.৫৩ কোটি রুপি আয় করে, তারপর ‘অ্যানিমেল’ সিনেমাটি ভারতে রণবীরের সবচেয়ে বেশি আয় করেছে। অন্যদিকে বিশ্বের বাজারে এ সিনেমা ৪০০ কোটি রুপির গণ্ডি পেরিয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় ৫২৮ কোটি টাকারও বেশি।

সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, গ্লোবাল বক্স অফিসে এ সিনেমা মোট ৪২৫ কোটি রুপি ব্যবসা করেছে। যা বাংলাদেশি মুদ্রায় ৫৬১ কোটি টাকারও বেশি।

‘অ্যানিমেল’ সিনেমা এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় তৈরি করেছে বিভিন্ন ধরনের বিতর্ক। সিনেমাতে রণবীরের স্ত্রীয়ের চরিত্রে দেখা গেছে রামমিকা মান্দানা, বাবার চরিত্রে অনিল কাপুর। এছাড়াও সিনেমায় ববি দেওল, তৃপ্তি দিমরিকেও দেখা গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়