বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪  |   ২৭ °সে

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ০১:২৭

‘দারুণ কিছু হবে’ দোয়া চাইলেন পরীমনি

‘দারুণ কিছু হবে’ দোয়া চাইলেন পরীমনি
অনলাইন ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি ফেসবুকে এক পোস্টে লিখেছেন, আগামীকাল দারুন কিছু হবে ইনশাআল্লাহ। দোয়া করবেন।

রোববার দিনগত রাত ২টা ৪৩ মিনিটে তিনি ফেসবুকে এ পোস্ট লিখেছেন। তবে দারুণ কী হতে যাচ্ছে সে ব্যাপারে কোনো ইঙ্গিত দেননি তিনি।

এরপর এ প্রতিবেদন লেখা পর্যন্ত আর কোনো পোস্ট দেননি পরীমনি। এ পোস্ট শেয়ার করেছেন পরীমনির বেশ কয়েকজন ফলোয়ার।

গত ২৪ নভেম্বর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরীমনির নানা শামসুল হক গাজীর মৃত্যু হয়েছে। ওই হাসপাতালের আইসিইউতে ছিলেন তার নানা।

ঢাকাই সিনেমার এই চিত্রনায়িকা গত ১৮ সেপ্টেম্বর রাজের উদ্দেশে বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন।

২০২২ সালের ১০ জানুয়ারি প্রকাশ্যে আসে রাজ-পরীর সম্পর্কের খবর। গত বছরের ২২ জানুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ১০১ টাকার দেনমোহরে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়। ২১ জানুয়ারি হয় তাদের গায়েহলুদের অনুষ্ঠান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়