প্রকাশ : ০৯ মে ২০২৩, ০৪:১৩
বিইউপিতে স্নাতক ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
অনলাইন ডেস্ক
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ হয়েছে।
রোববার (৭ মে) সন্ধ্যার পর এই ফল প্রকাশ করা হয়। বিইউপির ওয়েবসাইট ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির http://www.admission.bup.edu.bd ওয়েবসাইটে ফল পাওয়া যাচ্ছে।
বিইউপির ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদ এবং সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদে গত ২৪ মার্চ এবং ২৫ মার্চ সায়েন্স ও টেকনোলজি অনুষদ ও বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ভর্তি পরীক্ষা শুধু ঢাকা শহরের মধ্যে অনুষ্ঠিত হয়।
তার আগে গত ১৮ মার্চ ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।