শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২২, ০৭:০৪

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হলেন টিটো মিঞা

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হলেন টিটো মিঞা
অনলাইন ডেস্ক

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হলেন অধ্যাপক ডা. টিটো মিঞা। এর আগে তিনি ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য দেওয়া হয়।

এতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তা অধ্যাপক ডা. টিটো মিঞাকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক পদ ও কর্মস্থলে বদলি পদায়ন করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই কর্মকর্তা অবমুক্তির সময় বর্তমান কর্মস্থল হতে ছাড়পত্র গ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট হবেন ও যোগদানের পর বদলিকৃত কর্মস্থলে মুভ ইন হবেন।

সর্বশেষ এ পদে দায়িত্ব পালন করেন অধ্যাপক ডা. এ কে এম আমিরুল মোরশেদ। এর আগে তিনি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়