শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪  |   ১৯ °সে

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৯

সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম হলেন নুসরাত

সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম হলেন নুসরাত
অনলাইন ডেস্ক

সহকারী জজ পদে ১৬তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় মেধাতালিকায় প্রথম হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের ছাত্রী নুসরাত জেরিন জেনি।

এ নিয়ে টানা চারবার মেধাতালিকায় প্রথম হলেন রাবি শিক্ষার্থী। এরআগে তিনবার রাবি থেকে মেধাতালিকায় প্রথম হন।

রোববার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৫ জন উত্তীর্ণ হয়েছেন বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর।

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন ফাহাদ ইসতিয়াক, মেহেদী হাসান, মৌসুফা তানিয়া মৌলি, শারমিন, উদাস গোস্বামী, কবির, আরিফ আফসার শুভ, সাথী, নাঈমা হক, বাপ্পী ভূঁইয়া ও নাইম উল হুসাইন।

প্রকাশিত ফলাফলে উল্লেখ করা হয়েছে, মেধাতালিকায় থাকা ৯৯তম, ১০০তম, ১০১তম, ১০২তম ও ১০৩তম ও ১০৪তম পরীক্ষার্থীরা একই নম্বর পাওয়ায় ১০০ জন চূড়ান্ত মনোনীত প্রার্থীর সঙ্গে অতিরিক্ত আরও চারজন মিলিয়ে মোট ১০৪ জনকে মনোনীত করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য সাদিকুল ইসলাম সাগর বলেন, এ পর্যন্ত আমাদের বিভাগ থেকে ১৪ শিক্ষার্থী বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে জানা গেছে। উত্তীর্ণ শিক্ষার্থীরা আমাকে ফোন করে নিশ্চিত করেছেন। তবে এ সংখ্যাটি আরও বাড়বে বলে জানান তিনি।

উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, যারা উত্তীর্ণ হয়েছে তারা আমাদের গর্ব। তাদের এ অর্জনে আইন বিভাগ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় গর্বিত। তাদের হাতে ন্যায়বিচার নিশ্চিত হবে বলে প্রত্যাশা এ শিক্ষকের।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়