মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে

প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ২৩:৩২

বন্যা: শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারের ৪ নির্দেশনা

বন্যা: শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারের ৪ নির্দেশনা
অনলাইন ডেস্ক

সম্প্রতি দেশের উত্তর-পূর্বাঞ্চলে দেখা দেয় বন্যা। এখন উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে চারটি নির্দেশনা দিয়েছে সরকার।

সম্প্রতি এ নির্দেশনা দিয়ে সংশ্লিষ্টদের কাছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে চিঠি পাঠানো হয়েছে।

মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী সই করা চিঠিতে বলা হয়, সম্প্রতি দেশের কোনো কোনো স্থানে বন্যা দেখা দিয়েছে। জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে অধিদপ্তরের আওতাধীন বন্যাকবলিত এলাকার সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিম্নরূপ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো-

১. বন্যাকবলিত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান সার্বক্ষণিক খোলা রেখে বন্যার্তদের আশ্রয়ের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

২. সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

৩. পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য প্রতিটি জেলা, উপজেলা ও থানায় একটি নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) খোলার ব্যবস্থা করতে হবে এবং সার্বিক অবস্থা এ অধিদপ্তরের পরিচালককে (মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন) জানাবেন (পরিচালকের ফোন- ০২-৯৫৫৫১৩০, মোবাইল- ০১৭১৫০৮৮৪২০ এবং উপ-পরিচালকের ফোন-০২-৯৫৭৪১০৪, মোবাইল-০১৭১১৩১৫৬৮৬)

8. শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা প্রতিষ্ঠানের আসবাবপত্র ও কম্পিউটার নিরাপদে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

সব অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষার পরিচালক, সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষ, সব উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসার, সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে এই নির্দেশনার চিঠি পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়