শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪  |   ২৪ °সে

প্রকাশ : ২০ জুন ২০২৩, ০০:১৮

স্নাতক ভর্তির দ্বিতীয় মেধা তালিকা মঙ্গলবার

স্নাতক ভর্তির দ্বিতীয় মেধা তালিকা মঙ্গলবার
অনলাইন ডেস্ক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমের ২য় মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন ও কোটার মেধা তালিকা চূড়ান্ত করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (২০ জুন) বিকেল ৪টায় প্রকাশ করা হবে।

সোমবার (১৯ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্নাতক ভর্তির ফলাফল এসএমএস (nu<space>athn<space>roll no) টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

এর মাধ্যমে একই দিন বিকেল ৪টা থেকে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) রাত ৯টা থেকে পাওয়া যাবে। মঙ্গলবার বিকেল ৪টায় দ্বিতীয় ধাপের মেধা তালিকা, বিষয় পরিবর্তন ও কোটার মেধা তালিকা প্রকাশ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়