শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে

প্রকাশ : ১৩ মার্চ ২০২৩, ০০:০৩

ঋণের সুদহারে পরিবর্তনের ইঙ্গিত দিলেন গভর্নর

ঋণের সুদহারে পরিবর্তনের ইঙ্গিত দিলেন গভর্নর
অনলাইন ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছেন, ব্যাংক ঋণের সুদ হারের পরিবর্তন আসছে। বিদ্যমান বেঁধে দেওয়া সুদহার তুলে দিয়ে বাজারভিত্তিক রেফারেন্স রেট বিকাশে কাজ করা হচ্ছে। এছাড়া বিনিময় হার বাজারভিত্তিক ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও কাজ করছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১২ মার্চ) ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত আন্তর্জাতিক বিজনেস সামিট অনুষ্ঠানে দ্বিতীয় দিনের ‘লং টার্ম ফাইন্যান্স’ শীর্ষক প্লেনারি সেশনে এসব কথা বলেন গভর্নর। শনিবার (১১ মার্চ) সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) তিন দিনব্যাপী এ শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি একই দিন সামিটের অন্যতম আকর্ষণ ‘বেস্ট অব বাংলাদেশ এক্সপোরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেন, বিনিময় হার স্থিতিশীল রাখার চেষ্টা করছি। আমরা একাধিক হারও বাদ দেব। সুদের হার নিয়ে কাজ করছি, শিগগির একটি বাজারভিত্তিক বিনিময় হার ব্যবস্থা দেখতে পাবেন। এরই মধ্যে আমানতের সুদের হারের ফ্লোর এবং সিলিং প্রত্যাহার করা হয়েছে। সুদহারের একটি করিডোর দেওয়া হবে, যেটা হবে বাজারভিত্তিক রেফারেন্স রেট অনুযায়ী। শিগগির নতুন এ উদ্যোগ চালু করতে সক্ষম হবো।

খেলাপি ঋণ নিয়ে গভর্নর বলেন, ব্যাংকখাতে ঋণখেলাপি কমাতে আমরা উদ্যোক্তাদের ঋণের বদলে গ্যারান্টি দেব। উদ্যোক্তারা শেয়ারবাজার থেকে বিনিয়োগ তুলবেন, ব্যাংক গ্যারান্টি থাকলে বিনিয়োগকারীরা আশ্বস্ত হবেন। অন্যদিকে যারা টাকা নিচ্ছেন তাদের মধ্যে খেলাপির মনোভাব কমবে। অর্থনীতির দিকগুলোকে শক্তিশালী করতে বন্ড মার্কেটকে শক্তিশালী করার দিকে জোর দেওয়া হচ্ছে। বন্ড মার্কেট শক্তিশালী করতে পারলে বাজারে বিনিয়োগের ধারা বৃদ্ধি পাবে।

রউফ তালুকদার বলেন, দীর্ঘমেয়াদি অর্থায়ন ব্যবস্থা টেকসই নয়। কারণ দীর্ঘমেয়াদি অর্থায়নের ৯৯ শতাংশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান করে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান স্বল্পমেয়াদি অর্থ নিয়ে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করে। এটি খেলাপি ঋণ বাড়ার অন্যতম কারণ।

ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলী রেজা ইফতেখার বলেন, ব্যাংক খাতের ক্যানসার খেলাপি ঋণ। খেলাপি ঋণ ব্যাংক খাতে ক্ষতি সৃষ্টি করে, ভয়ানক খারাপ পরিস্থিতি তৈরি করে। আমানতকে লুস করে ফেলে। ব্যাংকগুলোর গুড গভর্ন্যান্সের কারণে খেলাপি বাড়তে থাকে। আমানতকারী ও শেয়ারহোল্ডারদের রক্ষা করতে খেলাপি ঋণ কমাতে হবে।

বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, গতিময় ও স্থিতিশীল পুঁজিবাজার গড়ে তুলতে অনেক প্রকল্প নেওয়া হয়েছে। সব খাতেই প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। আরও কাজ হচ্ছে, বিদেশি বিনিয়োগকারীরা কোনো সুবিধা নিতে চাইলে স্বাগত জানাবো।

অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। প্রবন্ধ উপস্থাপন করেন শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের ভাইস চেয়ারম্যান আরিফ খান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়