রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে

প্রকাশ : ১৪ মে ২০২২, ১৬:২০

রাজধানীতে বেড়েছে সয়াবিনের তেলের সরবরাহ

রাজধানীতে বেড়েছে সয়াবিনের তেলের সরবরাহ
অনলাইন ডেস্ক

ভ্রাম্যমাণ আদালতের অভিযানের কারণে রাজধানীর বাজারগুলোতে সয়াবিনের তেলের সরবরাহ বেড়েছে।

শনিবার (১৪ মে) রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি লিটার তেল ১৯৮ টাকায় এবং ৫ লিটারের বোতল ৯৮০ টাকায় বিক্রি হয়েছে।

সরবরাহ বাড়ায় ক্রেতারা তাদের চাহিদা অনুযায়ী তেল কিনতে পারছেন। দোকানে পর্যাপ্ত পরিমান তেল মজুত থাকায় ক্রেতাদের মাঝে এখন আর তাড়াহুড়ো নেই। বোতল জাত তেলের ক্ষেত্রে ১ ও ২ লিটারের বোতলের চাহিদা বেশি। আবার অনেকে খোলা তেল কিনে বোতলে ভরছেন।

ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজারে এখন আর ভোজ্যতেলের কোনও সংকট নেই। তেলের দাম বাড়াবে এই গুজবে অনেক ভোক্তা বাসাবাড়িতে ভোজ্যতেল মজুত রেখেছিলেন। ১ লিটারের জায়গায় ১০ লিটার কিনেছেন। আবার ব্যবসায়ীরা ভোক্তা অধিদপ্তরের অভিযান আতঙ্কে মজুদ করা তেল বাজারে ছেড়ে দিয়েছেন। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে।

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়