সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২২, ০৪:৪৩

আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড পেলো ৬৫ প্রতিষ্ঠান

আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড পেলো ৬৫ প্রতিষ্ঠান
অনলাইন ডেস্ক

ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) ‘বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড ২০২১’ পেয়েছে এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেডসহ (প্রাণ) ৬৫ প্রতিষ্ঠান। করপোরেট গভর্নেন্সে পারফরম্যান্সের জন্য এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। এগ্রো এবং ফুড প্রসেসিং ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড পায় এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড।

সম্প্রতি রাজধানীতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে দেওয়া হয় এই অ্যাওয়ার্ড। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।

এবার এগ্রো এবং ফুড প্রসেসিং ক্যাটাগরিতে প্রথম (স্বর্ণ) হয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আর যৌথভাবে দ্বিতীয় (রৌপ্য) হয়েছে এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড এবং ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আর তৃতীয় (ব্রোঞ্জ) হয়েছে এপেক্স ফুডস লিমিটেড।

রাষ্ট্রয়াত্ব বাণিজ্যিক ব্যাংক ক্যাটাগরিতে প্রথম (স্বর্ণ) জনতা ব্যাংক লিমিটেড, দ্বিতীয় (রৌপ্য) সোনালী ব্যাংক লিমিটেড এবং তৃতীয় (ব্রোঞ্জ) রূপালী ব্যাংক লিমিটেড।

প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক ক্যাটাগরিতে প্রথম (স্বর্ণ) ব্র্যাক ব্যাংক লিমিটেড, যৌথভাবে দ্বিতীয় (রৌপ্য) ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড ও ট্রাস্ট ব্যাংক লিমিটেড এবং যৌথভাবে তৃতীয় (ব্রোঞ্জ) ইস্টার্ন ব্যাংক লিমিটেড ও সিটি ব্যাংক লিমিটেড।

প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক (ইসলামিক অপারেশন) ক্যাটাগরিতে প্রথম (স্বর্ণ) শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, দ্বিতীয় (রৌপ্য) ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং যৌথভাবে তৃতীয় (ব্রোঞ্জ) গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড ও এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড।

নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরি প্রথম (স্বর্ণ) আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, দ্বিতীয় (রৌপ্য) আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড এবং যৌথভাবে তৃতীয় (ব্রোঞ্জ) ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন পিএলসি ও লংকাবাংলা ফাইন্যান্স।

সাধারণ বিমা ক্যাটাগরিতে প্রথম (স্বর্ণ) গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, দ্বিতীয় (রৌপ্য) সাধারণ বিমা করপোরেশন এবং যৌথভাবে তৃতীয় (ব্রোঞ্জ) নিটোল ইন্স্যুরেন্স কোং লিমিটেড ও এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড।

লাইফ ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে প্রথম (স্বর্ণ) সন্ধ্যানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, দ্বিতীয় (রৌপ্য) প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং যৌথভাবে তৃতীয় (ব্রোঞ্জ) ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ফার্মাসিউটিক্যালস ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে প্রথম (স্বর্ণ) স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, দ্বিতীয় (রৌপ্য) রেনেটা লিমিটেড এবং যৌথভাবে তৃতীয় (ব্রোঞ্জ) ওরিয়ন ফার্মা লিমিটেড ও এসিআই লিমিটেড।

সিমেন্ট ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে প্রথম (স্বর্ণ) প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি, দ্বিতীয় (রৌপ্য) এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড এবং যৌথভাবে তৃতীয় (ব্রোঞ্জ) কনফিডেন্স সিমেন্ট লিমিটেড ও হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড।

টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে প্রথম (স্বর্ণ) প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি, দ্বিতীয় (রৌপ্য) স্কয়ার টেক্সটাইল লিমিটেড এবং যৌথভাবে তৃতীয় (ব্রোঞ্জ) এসকোয়ায়ার নিট কম্পোজিট লিমিটেড ও মতিন স্পিনিং মিলস পিএলসি।

মাল্টিন্যাশনাল কোম্পানি (এমএনসি) ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে যৌথভাবে প্রথম (স্বর্ণ) ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড ও ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, দ্বিতীয় (রৌপ্য) রেকিট বেনকিজার বাংলাদেশ পিএলসি এবং তৃতীয় (ব্রোঞ্জ) বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।

অন্যান্য ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে প্রথম (স্বর্ণ) বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, দ্বিতীয় (রৌপ্য) আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড এবং যৌথভাবে তৃতীয় (ব্রোঞ্জ) জিপিএইচ ইস্পাত লিমিটেড ও বিবিএস ক্যাবলস লিমিটেড।

পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন ক্যাটাগরিতে প্রথম (স্বর্ণ) সামিট পাওয়ার লিমিটেড, যৌথভাবে দ্বিতীয় (রৌপ্য) ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোং লিমিটেড এবং যৌথভাবে তৃতীয় (ব্রোঞ্জ) ডোরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড ও বারাকা পাওয়ার লিমিটেড।

তেল, গ্যাস ও শক্তি বিভাগে তৃতীয় (স্বর্ণ) লিন্ডে বাংলাদেশ লিমিটেড, দ্বিতীয় (রৌপ্য) মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এবং তৃতীয় (ব্রোঞ্জ) এমজেএল বাংলাদেশ লিমিটেড।

এনজিও ক্যাটাগরিতে প্রথম (স্বর্ণ) ব্র্যাক, দ্বিতীয় (রৌপ্য) অ্যাকশন এইড-বাংলাদেশ এবং যৌথভাবে তৃতীয় (ব্রোঞ্জ) সাজিদা ফাউন্ডেশন ও ইউসেপ বাংলাদেশ।

ট্রেডিং ও অ্যাসেম্বলি ক্যাটাগরিতে প্রথম (স্বর্ণ) ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি, দ্বিতীয় (রৌপ্য) রানার অটোমোবাইলস পিএলসি এবং তৃতীয় (ব্রোঞ্জ) বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড।

আইটি ও টেলিকমিউনিকেশন ক্যাটাগরিতে প্রথম (স্বর্ণ) গ্রামীণফোন লিমিটেড, দ্বিতীয় (রৌপ্য) রবি আজিয়াটা লিমিটেড এবং তৃতীয় (ব্রোঞ্জ) বিডিকম অনলাইন লিমিটেড।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়