প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৮:২২
আমদানি পর্যায়ে ডলারের দামে রেকর্ড বৃদ্ধি
স্থিতিশীলতা আনার জন্য ডলারের দর বেধে দেওয়ায় বাজার উল্টো অস্থির হয়ে উঠেছে। কেন্দ্রীয় ব্যাংকের নানা সিদ্ধান্তের ফলে বাজারে এতদিন যে স্থিরতা এসেছিল সোমবার তাও উড়ে গেল। ফলে ডলারের বাজারে বিশৃংখলার সৃষ্টি হয়েছে।
আমদানি পর্যায়ে ডলারের দাম এক লাফে রেকর্ড সর্বোচ্চ ১০ টাকা বেড়ে ১০৫ টাকায় দাঁড়িয়েছে। তবে কোনো কোনো ব্যাংক ১০০ টাকায়ও আমদানি পর্যায়ে ডলার বিক্রি করছে। এতদিন আমদানি পর্যায়ে ডলারের দাম বেধে দিয়ে সব ব্যাংকে একই রেট অর্থাৎ ৯৫ টাকা ৫ পয়সা দরে বিক্রি হচ্ছিল।
গত রাতে নতুন দর কার্যকর হওয়ার পর আমদানি পর্যায়ে ডলারের দাম বেড়ে গেছে। একই সঙ্গে একেক ব্যাংকে একেক দরে ডলার বিক্রি হয়েছে।
এদিকে আমদানি পর্যায়ে ডলারের দাম এক লাফে প্রায় ১০ টাকা বেড়ে যাওয়ায় বাজারে তিন ধরনের চাপ তৈরির শঙ্কা রয়েছে। একদিকে আমদানি ব্যয়ও বেড়ে যাবে। এতে আমদানি পণ্যের পাশাপাশি আমদানি নির্ভর শিল্প পণ্যের দাম বাড়বে। ফলে মূল্যস্ফীতির উপর চাপ বাড়বে।
অন্যদিকে ডলারের দাম বৃদ্ধির ফলে টাকার মান কমে গেল। এতে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাবে। মূল্যস্ফীতির হারও বাড়বে। ডলারের সংকট ও দাম বাড়ার কারণে বিশেষ করে খাদ্য পণ্যসহ সব ধরনের পণ্যের আমদানি কমে যাবে। এতে বাজারে পণ্যের সরবরাহ সংকট দেখা দেবে। এতেও পণ্যের দাম বেড়ে গিয়ে মূল্যস্ফীতির উপর চাপ সৃষ্টি করবে।